সৃষ্টিকর্তা কীভাবে তাঁর সৃষ্টির সেরা মানুষকে পরিচালনা করেন—তা ভাবলে বিস্মিত না হয়ে উপায় থাকে না।
ওবায়দুল। বয়স আনুমানিক ২৫ বছর। তিনি দৃষ্টি প্রতিবন্ধী। ভিক্ষাবৃত্তিই তাঁর জীবিকার একমাত্র মাধ্যম। বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার চর পেঁচাপাড়া গ্রামে। দীর্ঘদিন ধরে জীবিকার তাগিদে তিনি নিয়মিত যাতায়াত করেন পাবনার বেড়া বাজারে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় বেড়া বাজারের আবুবক্কার সুপার মার্কেটে প্রতিবেদকের সঙ্গে তাঁর দেখা হয়। আলাপচারিতার একপর্যায়ে উঠে আসে তাঁর জীবনের অনেক না-বলা কথা।
শৈশবে জ্বরে আক্রান্ত হয়ে ধীরে ধীরে দুটি চোখই নষ্ট হয়ে যায় তাঁর। পরিবারটির আর্থিক অবস্থা ছিল একেবারেই শূন্যের কোটায়। বড় হওয়ার পর জীবনধারণের তাগিদে বাধ্য হয়েই নামতে হয় ভিক্ষাবৃত্তিতে। প্রতিদিন এভাবে তাঁর আয় হয় পাঁচ থেকে ছয় শত টাকা।
দেড় বছর আগে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। এক প্রশ্নের জবাবে মৃদু হাসিতে জানালেন—তাঁর স্ত্রী তাঁকে খুব ভালোবাসেন। এই কথাটুকু বলতেই যেন তাঁর মুখে ফুটে উঠল এক প্রশান্তির আলো।
ওবায়দুলের হাতে নেই কোনো সাদা ছড়ি বা লাঠি। অনুমান আর মানুষের সহায়তায়ই তাঁর পথচলা। রাত যতই গভীর হোক, কাজ শেষে তিনি আবার নিজ গ্রামে ফিরে যান। চোখে না দেখলেও মোবাইল ফোনে প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অনায়াসেই।
চোখে নেই দৃষ্টি, কিন্তু মুখে লেগে আছে প্রশান্তির হাসি। এক ২৫ বছরের অন্ধ যুবক—যাঁর চিত্তজুড়ে প্রেম, ভালোবাসা আর বিশ্বাস; যা অনেক সুস্থ-সবল যুবকের মধ্যেও বিরল। যেন ‘শাপমোচন’ সিনেমার সেই জমিদারবাড়ির পাশে ঝুপড়ি ঘরে জ্বলে থাকা প্রেমের উজ্জ্বল বাতিঘর।
আলাপচারিতার মাঝে তিনি আরও জানালেন, শ্বশুরবাড়ির লোকজনও তাঁকে খুব ভালোবাসেন। সৃষ্টিকর্তার ইচ্ছাতেই ওবায়দুলদের মতো মানুষগুলো এভাবেই বেঁচে আছেন আমাদের মাঝেই—নীরবে, দৃঢ়তায়, ভালোবাসায়।
বিদায় নেওয়ার আগে দরাজ কণ্ঠে তিনি পবিত্র কোরআনের কয়েকটি আয়াত তিলাওয়াত করে শোনান। চোখে না দেখলেও তাঁর কণ্ঠে ছিল এক অনাবিল আলো—যা অন্ধকারকেও আলোকিত করে।


