চট্টগ্রাম : চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে জীবিত নবজাতককে মৃত ঘোষণা করে মৃত্যুসনদ (ডেথ সার্টিফিকেট) দেওয়ার দায়ে সিএসসিআর হাসপাতালের দুই চিকিৎসককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
হাসপাতালের অভ্যন্তরীণ তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে বুধবার বিকেলে ওই দুই চিকিৎসককে বরখাস্ত করা হয়। এরা হলেন সিএসসিআরের গাইনি ওয়ার্ডে ঘটনার দিন দায়িত্ব পালনকারী চিকিৎসক ডা. ইকবাল হোসাইন এবং জীবিত শিশুর মৃত্যুসনদ (ডেথ সার্টিফিকেট) ইস্যুকারী চিকিৎসক ডা. রুমা আক্তার।
দুই চিকিৎসককে সাময়িক বরখাস্ত করার সত্যতা নিশ্চিত করে সিএসসিআর হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জামাল আহমেদ জানান, সিভিল সার্জনের দপ্তরের তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।