জুটিবদ্ধ হয়ে ঈদে শাকিব ও অপু

বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের সফল জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। বছর খানেক পার হলেও এ জুটি নতুন কোনো সিনেমায় জুটিবদ্ধ হননি।

সর্বশেষ ‘রাজনীতি’ শিরোনামের সিনেমায় জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন তারা। তরুণ নির্মাতা বুলবুল বিশ্বাস পরিচালিত এ সিনেমাটি কিছুদিন আগে সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়। রোববার (৩০ এপ্রিল) বিনা কর্তনে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে বলে রাইজিংবিডিকে জানান বুলবুল বিশ্বাস।

এ প্রসঙ্গে বুলবুল বিশ্বাস রাইজিংবিডিকে বলেন, ‘‘রাজনীতি’ সিনেমাটি বিনা কর্তনে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। বিভিন্ন কারণে সিনেমাটি গত ঈদে মুক্তি দিতে পারিনি। তাই বিগ বাজেটের এ সিনেমাটি আগামী ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছি। এখন সিনেমাটির মুক্তির প্রস্তুতি চলছে।’

অ্যারো মোশন আর্টসের ব্যানারে ‘রাজনীতি’ সিনেমাটি প্রযোজনা করেছেন আশফাক আহমেদ। শাকিব-অপুর সঙ্গে এ সিনেমায় রয়েছেন অভিনেতা আনিসুর রহমান মিলন। এ ছাড়া আরো অভিনয় করেছেন, শহীদুল আলম সাচ্চু, সাদেক বাচ্চু, অমিত হাসান, আলীরাজ, পীযূষ বন্দ্যোপাধ্যায়, জয়শ্রী কর জয়া, ডিজে সোহেল, কমল প্রমুখ।