জুট ঝামেলা শেষে কে হবে জায়গার মালিক? দেখার অপেক্ষায় সবাই

বিশেষ প্রতিনিধিঃ গত ৬-১০-২০২৪ ইং তারিখে একটি ক্রয়কৃত জায়গায় নিয়ে একের পর এক দ্বন্দ্বে জড়িয়ে যাচ্ছে অনেকেই, বাদ যায়নি সাংবাদিকও বিগত বেশ কিছু স্থানীয় পত্রিকায় ঘটনার খবর তুলে ধরায় সরে জমিনে গিয়ে সাংবাদিক তথয় জানতে চাইলে তাল বাহানার কথা বলে এড়িয়ে যায় অনেকেই।

এই সংবাদের ভিত্তিতে লাঞ্চিতও হয়েছে সংবাদ কর্মিরা তবুও থেমে যায়নি তারা। অবশেষে শনিবারে নারায়ণগঞ্জ জেলা পরিষদ সংলগ্ন হিমালয় রেস্তোরাঁয় গন্যমান্য ব্যাক্তি বর্গরা উপস্থিত হয়ে জায়গার বর্তমান মালিক জাহিদ হোসেনের কাজগ পত্র গুলো দেখাতে বলে এড.বারী ভুঁইয়া অতঃপর ওয়ারিশ দাবিকৃত টিটু কেউ তার সকল কাগজ পত্র দলিল দেখাতে বললে সে তিনি ৩ দিনের সময় চায়। এ সময় সকলের সাথে ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলামও সেখানে উপস্থিত ছিলেন। সময় নেওয়ায়, আগামী শনিবার সামাজিক বৈঠকে উভয় পক্ষকে নিয়ে বসে এটার সমাপ্তি করবেন এড. বারী ভুঁইয়া। অন্যদিকে বর্তমান মালিক জাহিদ হোসেনের জায়গায় গত ৬ তারিখে কে বা কারা রাতের আধারে বাউন্ডারি ভেঙ্গে এবং তার কেয়ার টেকার শাহিনকে বাড়ি থেকে উচ্ছেদ করে জামিয়া কারিমিয়া মাদ্রাসার চলাচলের রাস্তা তৈরি করে দেয়, এবং সেই এলাকার স্থানীয়রা এই বিষয়টিকে সায় দেয়।উল্লেখিত ঘটনার বিষয়ে ফতুল্লা মডেল থানায় অভিযোগ করে এবং একাধিক বার পুলিশ আসলেউ তেমন কোনো লাভ হয় নি।