মঙ্গলে অবতরণ করা চীনা রোবটযান রোভার জুরংয়ের প্রথম তোলা কয়েকটি ছবি প্রকাশ করেছে চীন।
মানুষবিহীন রোভারটির পাঠানো ছবিগুলো চীনের জাতীয় মহাকাশ প্রশাসনের (সিএনএসএ) ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। খবর বিবিসি ও ন্যাচারের।
বেইজিংয়ের স্থানীয় সময় রোববার (১৬ মে) সকালের দিকে লালগ্রহে পা রাখে জুরং।
এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের পরে দ্বিতীয় দেশ হিসেবে চীন মঙ্গলের বুকে অনুসন্ধানী যান অবতরণ করিয়েছে এবং উল্লেখযোগ্য সময় অভিযান পরিচালনা করতে পারবে বলে আশা করা হচ্ছে।
চীনা বিজ্ঞানীদের প্রত্যাশা, মঙ্গলের হিসাবে অন্তত ৯০ দিন ইউটোপিয়া প্ল্যানিশায় তার কার্যক্রম চালাতে পারবে ছয় চাকার জুরং। গৃহটির উত্তর গোলার্ধে বিশাল অঞ্চল এই ইউটোপিয়া প্ল্যানিশিয়া।