নিজস্ব প্রতিবেদক : রাজধানীর জুরাইনে গ্যাসের আগুনে দগ্ধ মো. আজাদ (৫০) ও তার স্ত্রী জেসমিন বেগম (৪০) মারা গেছেন।
বুধবার রাত সাড়ে ৩টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসাপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় জেসমিন আক্তার মারা যান। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তার স্বামী মো. আজাদও মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল।
তিনি বলেন, আজাদের শরীরের ৬০ শতাংশ ও জেসমিনের ৩৮ শতাংশ দগ্ধ ছিল। এর আগে গত শুক্রবার বিকেলে তাদের ১০ বছরের সন্তান রনিও মারা যায়।
দগ্ধদের মধ্যে শুধু আজাদের ভাতিজি শারমিন (২৫) জীবিতি আছেন। আগুনে তার শরীরের ৩৮ শতাংশ দগ্ধ হয়েছে।
গত শনিবার সকালে জুরাইনের পোস্তগোলায় গ্যাসের আগুনে একই পরিবারের চরজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।