নিজস্ব প্রতিবেদক: রাজধানীর জুরাইন রেলগেট এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৬০ বছর।
মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শ্যামপুর থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায়।
শ্যামপুর থানার উপপরিদশর্ক (এসআই) মো. সাকিব হোসেন জানান, খবর পেয়ে জুরাইন রেলগেটে ফ্লাইওভারের নিচ থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
তিনি জানান, ওই ব্যক্তির পরিচয় কেউ শনাক্ত করতে পারেনি। তবে সে ভবঘুরে প্রকৃতির। দুই-তিন দিন ধরে ওই এলাকায় তাকে দেখা যাচ্ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছে। অসুস্থতা জনিত কারণে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তার পরনে ছিলো পুরাতন চেক লুঙ্গি ও ফুল হাতা গেঞ্জি।


