
আল-আমিন,নীলফামারীঃ জুলাই অভ্যুত্থান ২৪ এর শহীদ রুবেল এর সমাধিতে পুস্পমাল্য অর্পণ করা হয়েছে। মঙ্গলবার ৫ই (আগস্ট) সকাল ৯ টায় নীলফামারী সদরের গোড়গ্রাম ইউনিয়নে নিজ পারিবারিক কবরস্থানে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান পুষ্প মাল্য অর্পণ করেন।এর পরে পুষ্প মাল্য অর্পণ করেন, জেলা পুলিশ, গণপূর্ত বিভাগ, সড়ক ও জনপথ বিভাগ,এলজিইডি,পরিবেশ অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,মহিলা বিষয়ক অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর,জেলা আনসার ও ভিডিপি, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নিরাপদ খাদ্যসহ সুশীল সমাজের লোকজন।পুস্পমাল্য অর্পণ শেষে শহীদ রুবেলের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

মোনাজাত শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জুলাই পূর্ণ জাগরণ অনুষ্ঠানের অংশ হিসেবে জুলাই শহীদ পরিবার ও ২৪ জুলাই যোদ্ধাদের সমাগম অনুষ্ঠান ও জুলাই পরিবার সম্মেলনে এসে মিলিত হন।এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।, এ সময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও পৌর প্রশাসক মো:সাইদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)জ্যোতি বিকাশ চন্দ্র,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহসীন,নীলফামারী জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মোঃ মাজহারুল ইসলাম ভূঁইয়া পিভিএম,এলজিইডির নির্বাহী প্রকৌশলী ফিরোজ কবির, নির্বাহী প্রকৌশলী (সওজ) মোহাম্মদ জহিরুল ইসলাম, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো:সাকিউজ্জামান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের শিক্ষাপ্রকৌশলী হাজেরুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা শামসুল হক জবা,ছাত্র প্রতিনিধি মোস্তফা মাহমুদ শ্রেষ্ঠ সরকার, ইসমাইল হোসেন, নীলফামারী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো:আতিয়ার রহমান বাড্ডা,সাধারণ সম্পাদক মো:নুর আলম, নীলফামারী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো:আল-আমিন,নীলফামারী জেলা এনসিপির সদস্য আখতারুজ্জামান খান,জুলাই যোদ্ধা এবং শহীদের পরিবার সহ আরও অনেকে।

শহীদ রুবেল নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের ধোবাডাঙ্গা আরাজীপাড়া গ্রামের মো. রফিকুল ইসলাম ও মোছাম্মৎ মিনি খাতুন এর সন্তান।তিনি রাজধানীর পোশাক কারখানায় কাজ করেছিলেন। ২৪ এর অভ্যুত্থানে ৫ই আগষ্টে গুলির আঘাতে আহত হলে উন্নত চিকিৎসার জন্য শ্যামলী কেয়ার জেনারেল হাসপাতালে ভর্তি করান চিকিৎসা চলার পর ৭ আগস্ট শ্যামলীর সিটি কেয়ার জেনারেল হাসপাতালে সকাল সাড়ে নয়টার দিকে মৃত্যু হয় তার। এরপর সেখান থেকে গ্রামের বাড়িতে লাশ এনে রাত সাড়ে নয়টার দিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।