নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া তরুণ নেতা মীর মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। মঙ্গলবার বিকেলে এক ভার্চুয়াল অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্ত থেকে নতুন এই যোগদানকে স্বাগত জানান।
মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ দীর্ঘদিন ধরেই জাতীয় রাজনীতি ও গণতান্ত্রিক আন্দোলনের প্রতি সম্পৃক্ত ছিলেন। তার ভাই মীর মুগ্ধ ছিলেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম শহীদ—যিনি জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে জীবন উৎসর্গ করেন। মীর মুগ্ধের আত্মত্যাগ তখনকার তরুণ প্রজন্মকে আন্দোলনে অনুপ্রাণিত করেছিল, যা আজও বিএনপি ও জাতীয় রাজনীতিতে এক অনুপ্রেরণার নাম হিসেবে উচ্চারিত হয়।
বিএনপিতে যোগদানের পর মীর স্নিগ্ধ বলেন, “আমার ভাই মীর মুগ্ধ যে স্বপ্ন নিয়ে রাজপথে শহীদ হয়েছেন, আমি সেই আদর্শকে ধারণ করেই রাজনীতিতে এসেছি। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমি কাজ করে যেতে চাই।”
দলের উচ্চপর্যায়ে তার যোগদানকে ইতিবাচকভাবে দেখা হচ্ছে। অনেক নেতাকর্মী মনে করছেন, শহীদ পরিবারের এই সদস্যের রাজনীতিতে আসা বিএনপিকে নৈতিকভাবে আরও শক্তিশালী করবে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জল্পনা তৈরি হয়েছে যে, ঢাকা-১৮ আসনে বিএনপি মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে মনোনয়ন দিতে পারে। দলের তৃণমূল ও তরুণ কর্মীদের মধ্যে এ সম্ভাবনা উচ্ছ্বাসের জন্ম দিয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, মীর মুগ্ধের ত্যাগ ও স্নিগ্ধর নতুন পদক্ষেপ — দুটোই বিএনপির ভবিষ্যৎ রাজনীতিতে নতুন গতি আনতে পারে।


