
ওসমান গনি সরকার, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মুরাদনগর উপজেলা শাখা।
মঙ্গলবার বিকালে উপজেলার ডি আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মিছিলটি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আল্লাহু চত্বরে গিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
জামায়াত যুব বিভাগের সভাপতি জালাল উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য অধ্যাপক আবদুল মতিন, মুরাদনগর আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ হাকিম সোহেল, উপজেলা জামায়াতের আমির আ ন ম ইলিয়াস, সাবেক উপজেলা জামায়াতের আমির মনসুর মিয়া প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, আজকের এই দিনে ফ্যাসিস্ট শেখ হাসিনা তার দলবল নিয়ে এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। এদেশের ছাত্র জনতার আন্দোলনে সে টিকতে পারেনি। আগামীদিনে বাংলাদেশে কোন ফ্যাসিবাদের জায়গা হবে না। তারা আরো বলেন, এদেশের মানুষের প্রত্যাশা একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ে তোলা। বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। জামায়াতে ইসলামী একটি সুশনমুক্ত ইসলামী সমাজ কায়েম করবে। কোরআন সুন্নাহর রাজ কায়েম করবে। এই লক্ষ্যে আগামী দিনে জামায়াতের মনোনীত মুরাদনগর উপজেলার সংসদ সদস্য প্রার্থী ইউসুফ হাকিম সোহেলকে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জামায়াতে ইসলামীর হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমির মাও. আমির হোসেন, মুরাদনগর সদর ইউনিয়ন আমির মাহবুব আলম মুন্সি, বাইতুল মাল সম্পাদক ও সদর ইউনিয়ন সেক্রেটারী আবু বকর সরকার, রাজনৈতিক ও প্রশাসন বিভাগের সভাপতি মো: শাহজাহান মিয়া, ধামঘর ইউনিয়ন জামায়তের আমির খন্দকার আব্দুল আউয়াল, বাবুটি পাড়া ইউনিয়নের আমির ক্বারী ইব্রাহীম খলিল, রামচন্দ্রপুর দক্ষিন ইউনিয়ন সভাপতি নাজমুল ইসলাম সাইদ, জাহাপুর ইউনিয়ন সভাপতি আব্দুস সালাম মাষ্টার, সদর ইউনিয়ন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাজমুস সাকিব তন্ময়, ধামঘর ইউনিয়নের জামায়াতের সম্ভাব্য মেম্বার প্রার্থী আবু হানিফসহ উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।