জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণপরিষদ নির্বাচনের আহ্বান এনসিপি’র

ঢাকা: জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠার জন্য দ্রুত গণপরিষদ নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতারা।

শনিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসনের সঙ্গে তাঁর বাসভবন যমুনায় এনসিপি নেতাদের এক বৈঠকে এই আহ্বান জানানো হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন,

“দেশকে একটি স্থায়ী সাংবিধানিক ভিত্তি দেওয়ার জন্য গণপরিষদ নির্বাচন অপরিহার্য। জুলাই সনদের আইনি শক্তি নিশ্চিত করতে এটি ছাড়া বিকল্প নেই।”

এ সময় তিনি আরও বলেন, দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে সব রাজনৈতিক দলকে সম্পৃক্ত করে জাতীয় ঐক্যের মাধ্যমে গণপরিষদ নির্বাচনের পথ তৈরি করতে হবে।