অনেক প্রশ্নের জন্ম দিয়ে ঘরের মাঠে তিন ম্যাচের টি ২০ সিরিজে ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। টি ২০ বিশ্বকাপের মাত্র তিন মাস আগে দলের টানা ব্যাটিং ব্যর্থতা ভাবিয়ে তুলেছে ক্রিকেট সংশ্লিষ্টদের। এ বিপর্যয়ের কারণ এবং এখান থেকে উত্তরণে করণীয় নিয়ে নিজেদের ভাবনা তুলে ধরলেন জাতীয় দলের দুই সাবেক অধিনায়ক হাবিবুল বাশার ও মোহাম্মদ আশরাফুল-
হাবিবুল বাশার
ঘরের মাঠে টি ২০ সিরিজ হারার কথা ছিল না। সবাই ছিল আত্মবিশ্বাসী। আসলে আমরা একেবারেই ব্যাটিং ভালো করতে পারিনি। তবে ওয়ানডের পর টি ২০ সিরিজেও বোলাররা দারুণ বোলিং করেছে। তারা জানে কীভাবে গুরুত্বপূর্ণ সময়ে ম্যাচে ফিরতে হয়।
এখান থেকে ঘুরে দাঁড়ানোর একটাই উপায়, রান করতে হবে। এটা একেবারে সাধারণ হিসাব। রান করতে পারলেই সব সমস্যার সমাধান হবে। এই সিরিজে মাত্র একজন ব্যাটার বলার মতো রান করেছে। বড় রান করতে উইকেটে টিকে থাকা এবং জুটি গড়া দরকার। সেটা হয়নি। একজন ভালো খেললে বাকিদের কেউ তাকে সঙ্গ দিতে পারেনি। তবে এখনই আমি হতাশ হচ্ছি না। এর আগে আমরা চারটি সিরিজ জিতেছি। এটা মোটেও সহজ না। হেরে যাওয়াটা কখনোই কাম্য নয়। তাই বলে একটা হারেই সব কঠিন হয়ে গেছে, এমনটি ভাবাও ঠিক না। দলে কী সমস্যা, সেটি দৃশ্যমান। সবার চোখের সামনে জ্বলজ্বল করছে।
বিশ্বকাপ বেশি দূরে নেই। ব্যাটারদের স্বমহিমায় ফিরতে হবে। দুনিয়ার সব ব্যাটারেরই কিছু না কিছু দুর্বলতা থাকে। সেগুলো নিয়ে কাজ করে উন্নতি করতে হয়। কোচ নিশ্চয়ই তা দেখিয়ে দেন। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত খেললে নিজের উন্নতি নিজেই করা যায়। সবারই দুর্বল দিক আছে। যে ব্যাটার তাকেই সেটা শোধরানোর দায়িত্ব নিতে হবে। আশা করি, বিশ্বকাপের আগে দল ভালো প্রস্তুতি নেবে।
মোহাম্মদ আশরাফুল
চারটি সিরিজ জিতেছি এর আগে। ওই চার সিরিজে যা হয়েছে, এবারও তাই হলো। টপঅর্ডারের তিনজনের একজন রান করেছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ম্যাচে শেষ ছয় ওভারে সাত উইকেট হাতে নিয়েও আমরা মাত্র ৫০ রান করেছি। অন্য দল হলে হয়তো ৭০-৮০ রান করত। মিডল অর্ডার ভালো করতে পারছে না। দুটি ম্যাচ জেতার মতো ছিল। শেষ ম্যাচে ১৭০-১৮০ করার সম্ভাবনা ছিল। খেলোয়াড়রা চাপে আছে। টিম ম্যানেজমেন্টও তাই। মিডিয়ার চাপ সবাই নিতে পারছে না।
পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডকে আনার পর থেকে পারফরম্যান্স খারাপ হচ্ছে। জুলিয়ান আসার পর থেকে ক্রিকেটীয় শট না খেলে ‘অ্যাবনরমাল’ শট খেলছে সবাই। নিজের যা আছে, তা থেকে বেরিয়ে এসে শট খেলার চেষ্টা করছে। ক্রিকেটে প্রতিদিন সবাই রান করবে না। করবে হয়তো দু-একজন।
বিশ্বকাপে ভালো করতে হলে এখন থেকেই ভালো উইকেটে খেলতে হবে। ভারতে উইকেট সব সময় ভালো থাকে। একাদশ নির্বাচনে বারবার ভুল হচ্ছে। উদাহরণ হিসাবে নুরুল হাসান সোহান আফগানিস্তানের বিপক্ষে ভালো খেলেছিল। এরপর এক ম্যাচে খারাপ করায় তাকে বাদ দেওয়া হয়। এরকম করলে ভালো হয় না।
শেষ ম্যাচে হুট করে রিশাদকে ব্যাটিং অর্ডারে আগে পাঠানো হলো। এটা ভুল সিদ্ধান্ত। এতে রিশাদের রিদম নষ্ট হলো, ওই জায়গায় যারা ব্যাটিং করে, তাদেরও দুর্নাম হলো যে পারে না! আমরা চারটি সিরিজ জিতলেও কোনোটাতেই ভালো ব্যাটিং করিনি। আমাদের সব জয় ১৫০ রানের মধ্যে থেকে হয়। স্পোর্টিং উইকেটে টি ২০তে আমরা ভালো খেলি না। এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। ভালো উইকেটে খেলতে হবে। আপনি ছয় না মেরে চার মারতে শেখেন। সিঙ্গেল নিতে শেখেন। তাতেই দল এগিয়ে যাবে।


