জুয়ার আসরে অভিযান চালিয়ে ২৩ জুয়াড়িকে আটক

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : জেলার শ্রীপুরের সিএন্ডবি বাজারে জুয়ার আসরে অভিযান চালিয়ে ২৩ জুয়াড়িকে আটক করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার রাতে এই অভিযান পরিচালনা করে গাজীপুর জেলা প্রশাসন। অভিযানের সময় জুয়ার সামগ্রী ও প্যান্ডেল আগুনে পুড়িয়ে দেওয়া হয় এবং ঘটনাস্থল থেকে ৯টি প্রাইভেটকার জব্দ করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এবং গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ কবীরের নির্দেশে গতকাল রাত সাড়ে ৯টার দিকে সিএন্ডবি বাজারে জুয়ার আসরে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ২৩ জুয়াড়িকে আটক করা হয়। পরে প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া জুয়া খোলার সামগ্রী ও প্যান্ডেল আগুনে পুড়িয়ে দেওয়া হয় এবং ৯টি প্রাইভেটকার জব্দ করা হয়।

গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রাহেনুল ইসলাম পরিচালিত অভিযানে সহযোগিতা করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার, গাজীপুরের নেজারত ডেপুটি কালেক্টর বি. এম কুদরত এ খুদা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মিয়া, র‌্যাব-১ ও আনসার সদস্যরা।