
নিজস্ব প্রতিবেদকঃ পূর্ব শত্রুতা ও জুয়া খেলায় বাধা দেওয়ায় ক্রাইম পেট্রোল বিডির ময়মনসিংহ জেলা প্রতিনিধি জহিরুল ইসলামের উপর হামলা করেছে স্থানীয় সন্ত্রাসীরা। গত ২১/০৮/২০২১ইং তারিখ আনুমানিক রাত ১২.৩০ মিনিটের সময় এই ঘটনা ঘটে।
জহিরুল ইসলাম জানান, অফিসের কাজ শেষে মটর সাইকেল যোগে বাড়ি ফেরার পথে স্থানীয় সন্ত্রাসীরা তার গতিরোধ করে দেশীয় অস্ত্র ও রড দিয়ে আঘাত করে। এতে করে জহিরুল ইসলামসহ তার বড় ভাই দ্বীন ইসলাম ফকির (৪১) ও মেঝ ভাই সিরাজুল ইসলাম ফকির (৩৩) আহত হন। তবে তাদের হত্যার জন্যই এই হামলা করা হয়েছে বলে তিনি ধারণা করছেন।
বিভিন্ন সময়ে সন্ত্রাসীদের জুয়ার আসরে বাধা দেয়া এবং পূর্ব শত্রুতার জেরে প্রায় ৮/৯ মাস ধরে জহিরুলের উপর নানান সময়ে হামলার চেষ্টা করে আসছে স্থানীয় কিছু সন্ত্রাসী। প্রাথমিকভাবে তাদের নাম জানিয়েছেন আহত জহিরুল। এদের মধ্যে ১। রফিকুল ইসলাম ফকির (৪৭), পিতা-মৃত-শামছুদ্দিন ফকির, সাং-রঘুরামপুর, ৩৩নং ওয়ার্ড ২। সাইদুল ইসলাম ফকির (৪৮), পিতা-মৃত-আক্কাছ আলী ফকির, সাং-রশিদপুর, ৭নং ইউনিয়ন ৩। শফিকুল ইসলাম শফিক (২২) ৪। রাতুল ইসলাম (১৯) উভয় পিতা-রফিকুল ইসলাম, সাং-রঘুরামপুর, ৩৩নং ওয়ার্ড ৫। মেহেদী হাসান (১৯) পিতা-সাইদুল ইসলাম, সাং-রশিদপুর, ৭নং ইউনিয়ন, সর্ব থানা-কোতোয়ালী, সর্ব জেলা-ময়মনসিংহসহ অজ্ঞাত আরও ১০/১৫ জন।
এই বিষয়ে জহিরুল ইসলাম নিজে বাদী হয়ে ময়মনসিংহ সদর থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। মামলা নং-৯৮, ২১/০৮/২০২১।
মামলার তদন্ত অফিসার এস আই তানভীর ক্রাইম পেট্রোল বিডিকে জানান, প্রাথমিকভাবে মামলাটি তদন্তাধীন আছে। তবে এই বিষয়ে এখনই কোন সুনির্দিষ্ট তথ্য দেয়া সম্ভব নয়।