জেএমবির সদস্য ২ আটক

আটক

নিজস্ব প্রতিবেদক : বিদেশ গমনের প্রস্তুতিকালে ‘নব্য জেএমবি’র সদস্য দুই দম্পতিকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার রাতে ঢাকা ও নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে কারও নাম প্রকাশ করা হয়নি।

বুধবার সকালে র‌্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়। এ বিষয়ে আজ বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে বার্তায় উল্লেখ করা হয়েছে।

র‌্যাব সদর দপ্তরের সহকারী পরিচালক (লিগ্যাল অ্যান্ড মিডিয়া) মিজানুর রহমান ভূঁইয়া জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে’ র‌্যাব ২ ও ১১ এর দুটি দল মঙ্গলবার রাতে ওই অভিযান চালায়। তারা বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানিয়েছেন তিনি।