
নিজস্ব প্রতিবেদক : জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় ৫৯টি স্কুলে কেউ পাস করেনি। কমেছে পাসের হারও।
শনিবার জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।
ফল পর্যালোচনা করে দেখা গেছে, এবছর জেএসসি ও জেডিসিতে গড় পাসের হার ৮৩ দশমিক ৬৫ শতাংশ।
গত বছর জেএসসি-জেডিসিতে পাসের হার ছিল ৯৩.০৬ শতাংশ। গত বছরের তুলনায় পাসের হার কমেছে ৯.৪১ শতাংশ।
এবার আটটি সাধারণ বোর্ডের ৩৪টি স্কুলে একজনও পাস করেনি। গত বছর এরকম স্কুলের সংখ্যা ছিল আট।
এবার ২৫টি মাদরাসায় একজনও পাস করেনি। গত বছর এরকম মাদরাসার সংখ্যা ছিল ২০।
এবছর আটটি সাধারণ শিক্ষা বোর্ড ও মাদরাসা বোর্ডে ২৮ হাজার ৮২৪টি স্কুল-মাদরাসার ২৪ লাখ ৮২ হাজার ৩৪২ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে পাস করেছে ২০ লাখ ১৮ হাজার ২৭১ জন। গত বছর পাস করেছিল ২১ লাখ ৮৩ হাজার ৯৭৫ জন। পাস করা শিক্ষার্থীর সংখ্যা কমেছে ১ লাখ ৬৫ হাজার ৭০৩ জন।