![](https://crimepatrolbd.com/wp-content/uploads/2016/11/সানীর-বিশ্ব-রেকর্ড.jpg)
শরীয়তপুর প্রতিনিধি : প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় সদর উপজেলার বিনোদপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থীদের ওপর হামলায় সাতজন আহত হয়েছে। তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার তুলাসার মনখোলা গ্রামের বিনোদপুর-তুলাসা সড়কে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী, আহত শিক্ষার্থী ও শিক্ষকরা জানান, শরীয়তপুর সদর উপজেলার তুলাসা ইউনিয়নের মনখোলা গ্রামের ছালাম দেওয়ানের ছেলে দীর্ঘদিন ধরে বিনোদপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের ছাত্রী জান্নাতুল ফেরদৌসকে প্রেম নিবেদন করে আসছিল।
ঘটনার দিন জান্নাতুল জেএসসি পরীক্ষা দেওয়ার জন্য আংগারিয়া যান। রাস্তায় দেখা হওয়ায় আবারো জান্নাতুলকে প্রেমের প্রস্তাব দেয় শামীম দেওয়ান। তার মোবাইল ফোন নম্বরও চায়।
কিন্তু প্রেমের প্রস্তাব ফিরিয়ে দেয়ার পাশাপাশি ফোন নম্বরও দিতে অস্বীকার করে জান্নাতুল।
এতে ক্ষিপ্ত হয়ে ওঠে শামীম। সে তার ৭/৮ জন বখাটে বন্ধু যোগাড় করে। তাদের সবাইকে নিয়ে সে বিনোদপুর-তুলাসা সড়কের মনখোলা ভাঙা নামের একটি জায়গায় অপেক্ষা করতে থাকে।
এদিকে পরীক্ষা শেষে জান্নাতুল তার বন্ধু ফেরদৌসি, মীম, সুরমা, রহিমা, জসিম, মাসুদ ও সজিবসহ একটি অটোরিক্সায় করে বাড়ির পথে রওনা দেয়।
জান্নাতুল ও তার বন্ধুরা মনখোলা ভাঙা এলাকায় পৌঁছালে তাদের ওপর হামলা চালায় শামীম ও তার বখাটে বাহিনী। এতে জান্নাতুল ও তার বন্ধুরা আহত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
পালং থানার ওসি খলিলুর রহমান বলেন, হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আহতদের দেখতে হাসপাতালেও যান।
বিনোদপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক লিটন সরদার হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচার দাবি করেন।