জেঠু বাবার খোলা চিঠি

আসসালামু আলাইকুম। জেঠু বাবা আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভাল আছি। তোমরা কেমন আছো? জেঠু বাবা গতকাল ঐক্যফ্রন্টের নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়েছে। ইশতেহারের অনেক কিছু ফুল ঝুড়ি নিয়ে হাজির হয়েছিলেন নেতারা। এ বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই? জেঠু বাবা বললেন আমার বয়স ৮০ বছর। ৮০ বছরে আমি বহুত ইশতেহার দেখেছি। আমার ভাবতে অবাক লাগে কিছু কিছু নেতা যারা বঙ্গবন্ধুর আস্থাভাজন ছিলেন, তারাই এখন নৌকার বিপক্ষে কথা বলে। কেউ যদি ভুল ত্রæটি করে তাহলে তাকে বুদ্ধিমত্তা দিয়ে সহজ-সরলভাবে বুঝানো সম্ভব। কেউ হিংসার প্রতি হিংসার খোঁপ, ক্রোধ নিয়ে জনগণের সামনে উপস্থাপন করা সঠিক নয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভালবেসেছিলেন বাংলা ও বাঙ্গালি জনগণকে। তাঁর জীবনের দুই তৃতীয়াংশ কারানিবাস করেছেন বললেই চলে। বাংলার স্বাধীনতা সহজভাবে আসেনি। আজকের এই দিনে যারা রং বেরংগের বুদ্ধির কথা জনসাধারণের মাঝে উপস্থাপন করছেন, বিগত দিনে তারা তো এরকম ছিল না। তারা কেন এখন রং ও সুর পাল্টাচ্ছেন। যদি কোন ব্যক্তি নিজস্ব ত্রæটি থাকে সেজন্য সমগ্র জাতি দায়ী নহে। আমার ব্যক্তিগত জানামতে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে যে আলোচনা ঝড় উঠেছে তা হয়তো একবার একটু ঘষা মাজা করে দেখলে হয়তো বা নির্বাচন করলে আসলরূপ উম্মোচিত হতে পারে। দেশের জনগণের কল্যাণে সকল দলে একতা বদ্ধ হয়ে কাজ করা উচিৎ বলে প্রত্যেকটা নাগরিক মনে করেন। দূর্বিত্তায়ন হানাহানি, মারামারি, কাটাকাটি কেউ পছন্দ করে না। আমরা বাঙ্গালি একে অপরের আত্মীয়, আপনি যাকে দোষছেন বা যার সাথে মারামারি করছেন, সে কিন্তু আপনার ভাই। আপনি যার সাথে ঝগড়া করছেন, সে আর আপনি কে? একবার কি ভেবে দেখেছেন? দেশের জনগণ সুখে শান্তিতে বসবাস করতে চায়। আপনাদের সঠিক নেতৃত্বে। আপনাদের ভালবাসতে হবে দেশ ও দেশের মানুষকে। দেশ ও জনগণের কল্যাণে উৎস¦র্গ করতে হবে নিজেকে। যে কথা জনগণে জানার কথা না, সেটাও আপনারা ফলোআপ করে প্রচার করছেন; এটা কি সঠিক?