
ফাতিমা খান : বলিউড বাদশা শাহরুখ খানের মায়ের নাম লতিফ ফাতিমা খান। শাহরুখের মা মৃত্যুবরণ করেন ১৯৯০ সালে। পঞ্চাশের দশকে যে কয়েকজন মুসলিম নারী সামাজিক বাধা ডিঙিয়ে ওপরে উঠতে পেরেছিলেন, শাহরুখের মা ছিলেন তাদের মধ্যে অন্যতম। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা এই নারী ছিলেন প্রথম শ্রেণির নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে ব্যবসাও করেছেন কিছুদিন। শাহরুখ খান বলেন, ‘আমি মায়ের কাছ থেকেই শিখেছি কীভাবে পরিশ্রম করতে হয়। আমার জীবনদর্শন সবটাই মায়ের কাছ থেকে পাওয়া।’
সুশীলা চরক : সালমান খানের মা সুশীলা চরক ছিলেন মহারাষ্ট্রের মেয়ে। মারাঠি পরিবারে জন্ম তার। সত্তর বছর বয়সি এই নারী ব্যক্তিগত জীবনে ছিলেন গৃহিণী। মাকে নিয়ে সালমান খান বলেন, ‘আমার মা হচ্ছে আমার দেখা পৃথিবীর সবচেয়ে সুন্দর একজন মানুষ।’
জিনাত হোসেন : বলিউড পারফেকশনিস্ট আমির খানের জীবনে সবচেয়ে বড় প্রেরণা তার মা জিনাত হোসেন। তিনি ছিলেন অত্যন্ত স্নেহময়ী ও বিবেচক নারী। আমিরের পরিবারের অধিকাংশ সদস্য সিনেমা জগতের মানুষ হলেও তার মা ছিলেন গৃহিণী। শৈশব থেকেই সব বিষয়ে মায়ের উপর নির্ভর করতেন আমির। মাকে প্রচন্ড ভালোবাসেন তিনি। মা সম্পর্কে আমির খান বলেন, ‘তার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ নারী হলেন মা জিনাত। যার ছবি তিনি সবসময় মানিব্যাগে বহন করেন।’
বৃন্দা রাই : বৃন্দা রাই হলেন সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাইয়ের মা। নিজের ক্যারিয়ার বা সংসার জীবনের সমস্ত কৃতিত্বে তার গৃহিণী মায়ের ভূমিকাকেই বড় করে দেখেন সাবেক এই বিশ্ব সুন্দরী। মা সম্পর্কে ঐশ্বরিয়া বলেন, ‘মা হলেন আমার জীবনের নিউক্লিয়াস, আমার অস্তিত্ব। আমার সবকিছুই তার জন্য।’
মধু চোপড়া : প্রিয়াঙ্কা চোপড়ার মা মধু চোপড়া। পেশায় ছিলেন গাইনোলজিস্ট। নিজে ডাক্তার হলেও মেয়েকে কখনো ডাক্তার বানানোর চাপ দেননি। বরং ছোটবেলা থেকেই অভিনয় পাগল প্রিয়াঙ্কাকে ঠিকমতো সাহায্য করার জন্য নিজের ডাক্তারি পেশা ছেড়ে দিয়েছিলেন।
ববিতা কাপুর : বলিউড তারকা কারিনা ও কারিশমা কাপুরের মা ববিতা কাপুরও ছিলেন এক সময়ের পর্দা কাপানো অভিনেত্রী। খুব অল্প সময়ে নিজের দক্ষতা আর অভিনয়শৈলি দিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। ১৯৭৩ সালে বলিউড থেকে বিদায় নেওয়ার পূর্বে ১৯ টির মতো সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। মা ববিতা সম্পর্কে কারিনা বলেন, ‘আমার জীবনে আমার মা অক্সিজেনের মতো। যাকে ছাড়া আমার বাঁচা মুশকিল।’
সুজান টারকোট : ক্যাটরিনা কাইফের মায়ের নাম সুজান টারকোট। বৃটিশ নাগরিক সুজান টারকোট পেশায় একজন আইনজীবী। এছাড়া বিভিন্ন দাতব্য কাজে নিয়মিত অংশ নিয়ে থাকেন তিনি। ক্যাটরিনার পরিবারের কেউ আগে বলিউডের সাথে জড়িত না থাকলেও শুধু মায়ের উৎসাহে ক্যাটরিনা আজ প্রতিষ্ঠিত অভিনেত্রী। ক্যাটরিনা তার মাকে মানেন নিজের ‘বেস্ট ফ্রেন্ড’ হিসেবে!
উজ্জ্বলা পাডুকোন : দীপিকা পাড়ুকোনের মা উজ্জ্বলা পাড়ুকোন পেশাগত জীবনে ছিলেন একজন ট্রাভেল এজেন্ট। দীপিকার বাবার তুলনায় মা বিখ্যাত না হলেও তার আজকের এই অবস্থানের পেছনে মায়ের অবদান সবচেয়ে বেশি। মূলত মায়ের উৎসাহে দীপিকার বলিউডে আসা। কারণ বাবার কথা শুনলে দীপিকা হতেন ব্যাডমিন্টন খেলোয়াড়। তার বাবা ভারতের নামকরা ব্যাডমিন্টন তারকা প্রকাশ পাডুকোন।
সূত্র : ফিল্মি বিট, এমটিভি ইন্ডিয়া ও শাহরুখ খান’স বায়োগ্রাফি।