জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী অভিযানে ৩৭ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী অভিযান চালিয়েছে র‌্যাব-২। এ সময় ৩৭ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার ভোরে এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। দুই ঘণ্টার অভিযানে প্রথমে ১০০ জনকে আটক করা হয়। যাচাই-বাছাই শেষে দুই নারীসহ ৩৭ জনের বিরুদ্ধে মাদক বেচা-কেনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ মেলে। এ সময় ইয়াবা ও গাঁজা পাওয়া যায়। দুই নারীর মধ্যে একজনের নাম নাগিনা। তিনি জেনেভা ক্যাম্পের অন্যতম শীর্ষ মাদক ব্যবসায়ী জয়নাল আবেদীন ওরফে পাচুর স্ত্রী।