
লাইফস্টাইল ডেস্কঃ রাশি একেক জনের একেক রকম কার রাশিতে কি আছে সেটা জেনে নিন। আপনাদের জন্য আমাদের আজকের রাশিফল দেওয়া হল। জেনে নিন ১০ তারিখ কি আছে আপনার রাশিফলে।
সকল রাশিফল
মেষ— বহুদিনের কোন ইচ্ছা পূরণ হতে পারে। আর্থিক দিক থেকে আজকের দিনটি শুভ।
বৃষ— আচমকা চোট আঘাত পেতে পারেন। ব্যয় বৃদ্ধির যোগ রয়েছে।
মিথুন— অকারণ উত্তেজনা পরিহার করুন। অজানা ব্যক্তির কোনও প্রস্তাব এড়িয়ে চলুন।
এই বিষয়ে অন্যান্য খবর
মে মাসে কার ভাগ্য কেমন! রাশি মিলিয়ে জানুন অর্থ, কর্ম, প্রেমের পূর্বাভাস
কর্কট— কর্মক্ষেত্রে প্রতিযোগিতার মধ্য দিয়ে সাফল্য লাভ হবে। নতুন কোনও বাহন ক্রয়ের ইচ্ছাপূরণ হতে পারে।
সিংহ— পুরানো কোনও বিল মেটাতে গিয়ে কিছু অর্থব্যয় হতে পারে। প্রেমের ক্ষেত্রে অশান্তির সম্ভাবনা।
কন্যা— আজ কোন পছন্দের ব্যক্তির সঙ্গে প্রেমজ ব্যাপারে জড়িয়ে পড়তে পারেন। নিজের শরীর ভালো থাকলেও চলাফেরায় সতর্ক থাকুন।
তুলা— আজ কোন সুখবর আপনাকে আনন্দিত করবে। প্রেমের ক্ষেত্রে আগ্রহ বাড়বে।
বৃশ্চিক— ক্ষমতাবান ব্যক্তিদের থেকে দূরত্ব বজায় রাখুন। পেটের গোলমালে অল্পবিস্তর কষ্ট পাবেন।
ধনু— আজ নিজের কাজ করতে গিয়ে শুধু শুধুই মনে বিরক্তি আসবে। বনিবনার অভাব মানসিক কষ্টে রাখবে।
মকর— আজ কর্মক্ষেত্রে অতিরক্ত ব্যস্ততা আপনাকে অবসন্ন করতে পারে। তবে আর্থিক লাভও হবে।
কুম্ভ— কর্মক্ষেত্রে হঠাৎ কোনও জটিলতা উপস্থিত হবে। কেউ আপনাকে অসম্মান করতে পারে।
মীন— কর্মক্ষেত্রে কর্তৃপক্ষের সঙ্গে সদ্ভাব বজায় রাখুন। শেয়ার বা ফাটকা ব্যবসায় আজ লাভবান হবেন।