মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে আপনার চক্ষু চড়কগাছ! ব্যাটারির চার্জ একেবারে শেষের দিকে। এদিকে এখনই আপনাকে ঘরের বাইরে যেতে হবে জরুরি কাজে। বেশ অনেকটা সময় থাকতে হবে ঘরের বাইরে। হাতে সময় খুবই কম। এ দিকে আপনার পাওয়ার ব্যাঙ্কও নেই। কী করবেন এখন? এই কম চার্জ নিয়ে বের হলে যে কিছুক্ষণের মাঝেই মোবাইল বন্ধ হয়ে যাবে। এরকম পরিস্থিতি স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে নতুন কোনও ব্যাপার নয়। তাই কম সময়ে মোবাইল ফোনে চার্জ দিয়ে নিতে পারলে খুব ভাল হয়। জেনে নিন কী করে খুব কম সময়েই আপনার শখের স্মার্টফোনে চার্জ দিতে পারবেন।