বিনোদন ডেস্ক : দক্ষিণ কোরিয়ার পপ গায়ক পার্ক জে সাং। বিশ্ববাসীর কাছে যিনি সাই নামেই বেশি পরিচিত। ২০১২ সালে ‘গ্যাংনাম স্টাইল’ গানটি গেয়ে বিশ্বের অসংখ্য দর্শকের হৃদয়ে জায়গা করে নেন তিনি।
তার গাওয়া ‘জেন্টলম্যান’ গানটি সম্প্রতি ইউটিউবে ১০০ কোটির বেশিবার দেখার মাইলফলক অর্জন করেছে। এরই মাধ্যমে ‘গ্যাংনাম স্টাইল’ গানের মতো জেন্টলম্যান গানটিও নজির স্থাপন করল।
‘জেন্টলম্যান’ গানটিতে বিশেষ কিছু এফেক্টের ব্যবহার করা হয়েছে। পাশাপাশি একটি গল্প বলারও চেষ্টা করেছেন তিনি। আরেকটি বিষয় ‘গ্যাংনাম স্টাইল’র মতোই এই গানের মিউজিক ভিডিওতেও আলাদা নাচের স্টেপ ব্যবহার করেছেন সাই।
২০১৩ সালে মুক্তি পায় ‘জেন্টলম্যান’ গানটি। মুক্তির বছরই প্রায় ৬০ কোটিবার দেখা হয়েছিল এটি। এবার সবমিলিয়ে ১০০ কোটি ছাড়িয়ে গেল।
সাইয়ের ‘গ্যাংনাম’ গানটি ২০১২ সালে মুক্তির পর ইউটিউবে ১০০ কোটিবার দেখা হয়েছিল। ২০১৪ সালে তা ২০০ কোটিবার দেখা হয়। বর্তমানে এ গান ২৪৬ কোটিবার ইউটিউবে দেখা হয়েছে। ‘জেন্টলম্যান’ গানটিও ২০০ কোটির ঘরে পৌঁছাতে পারে কিনা তা এখন দেখার বিষয়।
দেখুন : ‘জেন্টলম্যান’ গানটি