
আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার একটি হোটেল থেকে ‘প্রাপাগান্ডা সাইন’ চুরি করায় ২০১৬ সালের মার্চ মাসে ২২ বছর বয়সি মার্কিন শিক্ষার্থী অটো ওয়ার্ম্বিয়ারকে ১৫ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ওই বছর ২ জানুয়ারি তিনি গ্রেপ্তার হন। উত্তর কোরিয়ায় ঘুরতে এসেছিলেন ওয়ার্ম্বিয়ার।
জেলখাটা মার্কিন শিক্ষার্থীকে মুক্তি দিয়েছে উত্তর কোরিয়া।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।
তবে ধরা পড়ার পর স্বীকার করেন, উত্তর কোরিয়ার মানুষের ক্ষতি করতেই তিনি এসেছিলেন। অবশ্য তার পরিবারের দাবি, জোর করে স্বীকারোক্তি আদায় করেছে উত্তর কোরিয়ার প্রশাসন।
টিলারসন জানিয়েছেন, ওয়ার্ম্বিয়ার যুক্তরাষ্ট্রের পথে রয়েছেন। তিনি সোজা ওহাইওর সিনসিনাটিতে নিজ বাড়িতে যাবে এবং পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হবেন।
ওয়াশিংটন পোস্টের এক খবরে ওয়ার্ম্বিয়ারের বাবাকে উদ্ধৃত করে বলা হয়েছে, কোমায় চলে যাওয়ায় তাকে চিকিৎসার জন্য ছেড়ে দেওয়া হয়েছে। ওয়ার্ম্বিয়ারের বাবা-মা জানিয়েছেন, বটুলিজম নামে এক বিরল রোগে আক্রান্ত সে। ১৫ মাস আগে উত্তর কোরিয়ায় সাজা হওয়ার পরপর তার এ রোগ ধরা পড়ে। তার বাবা-মায়ের দাবি, ঘুমের বড়ি খাইয়ে তাকে চিরদিনের জন্য কোমায় ঠেলে দেওয়া হয়েছে।