জেলা ও উপজেলা সংগঠকদের নিয়ে এবি পার্টির রাজনৈতিক কর্মশালা

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর জেলা ও উপজেলা সংগঠকদের নিয়ে শুক্রবার আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিরামপুরে পৌর শহরের পুরাতন বাজারে অবস্থিত এবি পার্টির জেলা রাজনৈতিক কার্যালয়ে শুক্রবার সকাল ১০টায় জেলা এবি পার্টির আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য অধ‍্যক্ষ মুহাম্মদ শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং জেলা সদস্য সচিব ও কেন্দ্রীয় কমিটির সদস্য অধ‍্যক্ষ মেহেদী হাসান চৌধুরী পলাশের সঞ্চালনায় উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব ও কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহকারী সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুল, কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহকারী সদস্য সচিব আব্দুল বাসেত মজুমদার। এছাড়াও এবি পার্টির জেলা ও উপজেলা নেতৃবৃন্দরা এতে বক্তব্য রাখেন। কর্মশালায় দিনাজপুর জেলা ও উপজেলা সমূহের এবি পার্টির বিভিন্ন পর্যায়ের সংগঠকেরা অংশগ্রহণ করেন।