জেলা পরিষদের চেয়ারম্যান আর নেই

নরসিংদী প্রতিনিধি : নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আসাদোজ্জামান আর নেই। তার বয়স হয়েছিল ৭০ বছর।

তিনি বুধবার ভোর সাড়ে ৫টায় হৃদরোগে আক্রান্ত হয়ে নরসিংদী শহরের রাঙ্গামাটিয়া নিজ বাসভবেন ইন্তেকাল করেন ( ইন্না লিল্লাহে…রাজিউন)। তিনি স্ত্রী, দুই কন্যা, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি নরসিংদীর জেলা আওয়ামী লীগ ও জেলা আইনজীবী সমিতির প্রাক্তন সভাপতি ছিলেন। তিনি নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলাম বাবুর শ্বশুর। বুধবার সন্ধ্যা পৌনে ৬টায় নরসিংদীর মুসলেহউদ্দীন স্টেডিয়ামে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

নবনির্বাচিত জেলা পরিষদের জনপ্রিয় এ চেয়ারম্যানের মৃত্যুতে নরসিংদীতে শোকের ছায়া নেমে আসে।

আসাদোজ্জামান ১৯৪৭ সালে ৩ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী। তিনি ব্যক্তিগত জীবনে আইন পেশায় সম্পৃক্ত ছিলেন। ১৯৭৮ সালের ৩ জানুয়ারি আইনজীবী হিসেবে সনদ গ্রহণের পর ১৯৭৮ সালের ২১ ডিসেম্বর জেলা আইনজীবী সমিতির সদস্যপদ গ্রহণ করেন। পরবর্তীতে ১৯৮৫ সালে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এবং ১৯৯২ ও ২০০৮ সালে সমিতির সভাপতিও নির্বাচিত হন।

তিনি দীর্ঘ ১১ বছর নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন।