
নিজস্ব প্রতিবেদক : প্রথমবারের মতো অনুষ্ঠিত জেলা পরিষদের নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি।
বুধবার নির্বাচন শেষে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
দীপু মনি বলেন, স্থানীয় সরকারের এ নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকবে। বিএনপি কখন কি বলে তার কোনো ঠিক নেই। তাদের (বিএনপি) কাছে গণতন্ত্র মানে হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা। মানুষ পুড়িয়ে হত্যা করা। দেশের মানুষ এমন গণতন্ত্র চায় না।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাঈলী, বন ও পরিবেশ সম্পাদক দেলোওয়ার হোসেন, উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ