নিজস্ব প্রতিবেদক : প্রথমবারের মতো হতে যাওয়া জেলা পরিষদ নির্বাচনের তফসিল আগামী রোববার ঘোষণা করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারি সচিব রাজীব আহসান এই তথ্য জানান।
রাজীব আহসান জানান, নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব প্রস্তুতি নেওয়া হয়েছে তফসিল ঘোষণা করার জন্য। সবকিছু ঠিক থাকলে রোববার এই নির্বাচনের তফসিল দেওয়া হতে পারে।
কমিশন সূত্র থেকে জানা যায়, আগামী ২৮ ডিসেম্বর এই নির্বাচনের দিন ধার্য করতে চাচ্ছে ইসি। সেক্ষেত্রে মনোনয়ন দাখিলের শেষ সময় নির্ধারণ করা হবে ৩০ নভেম্বর, যাচাই-বাছাই হবে ২ ও ৩ ডিসেম্বর এবং প্রত্যাহারের শেষ তারিখ হতে পারে ৯ ডিসেম্বর।
ইসি সূত্র জানায়, আইন মন্ত্রণালয় থেকে জেলা পরিষদ নির্বাচন ও আচরণ বিধিমালার ভোটিং সম্পন্ন হয়ে নির্বাচন কমিশনে এসেছে। গেজেটের জন্য বিজি প্রেসে পাঠানো হয়েছে। ফলে রোববার জেলা পরিষদের তফসিল ঘোষণা করা হতে পারে।