জেলা পরিষদ নির্বাচনে আ”লীগের চেয়ারম্যান প্রার্থী মমতাজুল হকের মতবিনিময়

মহিনুল ইসলাম সুজন,জেলা প্রতিনিধি নীলফামারীঃ-আগামী ২৮শে ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচনে নীলফামারী আওয়ামীলীগ দলীয় চেয়ারম্যান পদ প্রার্থী জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক-এড.মমতাজুল হক(আনারস মার্কা)জেলার ডিমলা উপজেলার পাচ ইউপি সদস্যদের সাথে মতবিনিময় করেছেন।আর এ সময়ে তার মতবিনিময় সভায় স্ব-স্ব ইউনিয়নের চেয়ারম্যানসহ সকল ইউপি সদস্যদের স্বতঃস্ফূর্তভাবে উপস্হিতি চোখে পড়ার মত দেখা গেছে।
শনিবার (১৭ই ডিসেম্বর) সকাল থেকে তিনি পর্যায়ক্রমে রাত-৮টা পর্যন্ত পাচটি ইউনিয়ন স্ব-শরীের গিয়ে উক্ত ইউপি সদস্যদের সাথে মতবিনিময় করেন।সকাল-১১টায় প্রথম ডিমলা সদর ইউনিয়ন পরিষদ হলরুমে উক্ত ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকারের সভাপতিত্বে-মতবিনিময়ে বক্তব্য রাখেন, নীলফামারীর উপজেলা পরিষদ চেয়ারম্যান-আবুজার রহমান,নীলফামারী পৌর আওয়ামীলীগের সভাপতি-মসফিকুল ইসলাম রিন্টু,জেলা কৃষকলীগের সভাপতি-অক্ষয় কুমার,জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি-দীপক চক্রবর্তী, জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক-লেমন তালুকদার,
ডিমলা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা-তবিবুল ইসলাম, ডোমার উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক,বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান -তোফায়েল আহম্মেদ,একই উপজেলার গোমনাতী ইউপি চেয়ারম্যান-আঃ হামিদ,ডিমলা উপজেলার বাকী নয়টি ইউপি পর্যায়ক্রমে-বালাপাড়া ইউপি চেয়ারম্যান-জহুরুল ইসলাম ভুইয়া,পুর্ব ছাতনাই ইউপি চেয়ারম্যান-আব্দুল লতিফ খান,পশ্চিম ছাতনাই ইউপি চেয়ারম্যান-আনোয়ার হোসেন, খালিশা চাপানী ইউপি চেয়ারম্যান-আতাউর রহমান,ঝুনাগাছ চাপানী ইউপি চেয়ারম্যান-আমিনুর রহমান,খগাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান-রবিউল ইসলাম লিথন,নাউতরা ইউপি চেয়ারম্যান-সাইফুল ইসলাম লেলিন,টেপাখড়িবাড়ি ইউপি চেয়ারম্যান-রবিউল ইসলাম শাহীন,গয়াবাড়ী ইউপি চেয়ারম্যান শরীফ ইবনে ফয়সাল মুন,উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক-সইদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক-সাইদুল ইসলাম বারী, সদরসহ বিভিন্ন ইউপি’র সদস্যবৃন্দ।
মতবিনিময় শেষে ১০ইউনিয়ন চেয়ারম্যানগন নিজ উদ্যোগে প্রার্থী এড. মমতাজুল হক কে সমর্থন জানিয়ে শুধু তাকে ভোটই নয়,তার জয় নিশ্চিতে সমর্থক হয়ে  অন্যান্য ভোটারদেরও তার আনারস মার্কায় ভোট দিয়ে তাকে বিজয়ী করতে উদ্বুদ্ধ করবেন বলে হাতে হাতে রেখে শপথ গ্রহন করেন।
এছাড়াও এ সময়ে অন্যান্যদের মধ্যেও উপস্হিত ছিলেন,উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক-আনোয়ারুল হক সরকার মিন্টু,সাংগঠনিক সম্পাদক-মাজহারুল ইসলাম লিটন,স্বেচ্ছাসেবকলীগ নেতা-এস এম ফিরোজ,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক,জেলা পরিষদ নির্বাচনের (টিউবওয়েল)মার্কায় -২নং ওয়ার্ডের সাধারন সদস্য পদ প্রার্থী-ফেরদৌস পারভেজ,সাবেক সাধারন সম্পাদক-উত্তম কুমার রায়,টেপাখড়িবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক,একই ইউনিয়নের সরকারদলীয় মনোনীত ইউপি চেয়ারম্যান প্রার্থী-ময়নুল হক,
জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক-সাইয়েন কাদীর কানন,ডিমলা উপজেলা ছাত্রলীগের সভাপতি-আবু সায়েম সরকার,সহ-সভাপতি আমিনুর রহমান,যুগ্ন সাধারন সম্পাদক-মাসুম পারভেজ রুবেল,কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি-আঃরশিদ লেবু প্রমুখ।পরে আওয়ামীলীগ মনোনীত জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী এড.মমতাজুল হক উপরোক্ত ব্যক্তিদের সাথে প্রথম দুপুরে-টেপাখড়িবাড়ি,শেষ দুপুরে-বালাপাড়া, বাদ মাগরীবে-পুর্বছাতনাই,বাদ এশারে পশ্চিম ছাতনাই ইউনিয়নে স্ব-স্ব ইউপি চেয়ারম্যানদের সভাপতিত্বে ও সকল ইউপি সদস্যদের স্বতঃস্ফুর্ত উপস্হিতিতে তাদের সাথে মতবিনিময় করেন।