জেলা পরিষদ নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরো এক ধাপ এগিয়ে নিল

নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক বলেছেন, জেলা পরিষদ নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরো এক ধাপ এগিয়ে নিল। আশা করছি, শান্তিপূর্ণভাবে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার বেলা ১১টায় বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে মেয়র এসব কথা বলেন।

দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে জেলা পরিষদ নির্বাচন। সকাল ৯টা থেকে শুরু হয় ভোট গ্রহণ।

এদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকানের জনসংযোগ কর্মকর্তা জাকির হোসেন জানিয়েছেন, বেলা সাড়ে ১১টার পর সাঈদ খোকন আজিমপুর গালর্স হাইস্কুলে ভোট দেবেন।

প্রসঙ্গত, দেশের ৬১টি জেলায় একযোগে এ নির্বাচনের আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোট দেবেন স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিরা। বুধবার দুপুর ২টা পর্যন্ত  ভোট গ্রহণ চলবে।