
আল-আমিন, নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে জেলা পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১১ আগস্ট শহরের সুলতান নগরে ড্রিম প্লাস হোটেল এন্ড রিসোর্টে ওই কর্মশালার আয়োজন ছিল। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সদস্য ( যুগ্নসচিব) আ ন ম নাজিম উদ্দীন।
বিশেষ অতিথি যথাক্রমে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মীর হোসেন ও সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা ধীমান ভুষন। শুভেচ্ছা বক্তব্য বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নীলফামারীর সহকারী পরিচালক মোঃ শামসুল আলম।
সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর- ই – আলম সিদ্দিকী। বক্তব্য বলেন, কজ্যুমারস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ( ক্যাব) নীলফামারী জেলা কমিটির সভাপতি সাংবাদিক আল আমিন,সৈয়দপুর উপজেলা কমিটির সভাপতি এরশাদ হোসেন পাপ্পু, সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম, সৈয়দপুর পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ইয়াসিন আলী সরকার,আল ফারুক একাডেমির প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, হাজারীহাট কলেজের অধ্যক্ষ মোঃ লুৎফর রহমান,ঢেলাপীর পুলপাড়া মসজিদের ইমাম ও হাফেজিয়া মাদ্রাসার সুপার আবু উমায়ের,লিল্লাহ বোডিং ও হাফেজিয়া মাদ্রসার পরিচালক ক্বারী মোঃ ফজলুর রহমান,নিরাপদ খাদ্য অফিসার নীলফামারী মোঃ শিহাব উদ্দীন। সময় টিভির জেলা প্রতিনিধি সাকির হোসেন বাদলসহ অনেকে।প্রবন্ধ উপস্থাপন করেন,নিরাপদ খাদ্য সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের সিনিয়র কনসালটেন্ট মোঃ আইয়ুব হোসেন।
সভায় খাদ্যে ভেজাল একটি মারাত্বক অপরাধ। ভেজাল খাদ্য গ্রহণে প্রানহানি ঘটতে পারে। হতে পারে মারাত্বক মরণব্যাধি ক্যানসার। তাই খাদ্যে ভেজাল বন্ধ করতে সকলের সহযোগিতা কামনা করা হয়।
প্রধান অতিথি বলেন,প্রতি বছর পানিবাহিত রোগে ৩৫ হাজার মানুষ মারা যায়। প্রতি বছর ৩ কোটি মানুষ খাদ্যবাহিত রোগে আক্রান্ত হয়। ক্যান্সারে আক্রান্ত হয় প্রতি বছর ২ লাখ মানুষ। তিনি খাদ্যে ভেজাল না দেয়ার জন্য ব্যবসায়িদের প্রতি অনুরোধ করেন।