ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, দেশে জঙ্গিবাদের ব্যাপকতা রয়েছে। তাই জঙ্গিবাদ দমনে জাতীয় পর্যায়ে নতুন আরো একটি ইউনিট এবং জেলা পর্যায়েও কাউন্টার টেররিজম ইউনিট করা হচ্ছে।
শনিবার বিকেল ৪টার দিকে ব্রাহ্মণাবাড়িয়া জেলা পুলিশ লাইন্স মাঠে আয়োজিত পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের এ সব কথা বলেন আইজিপি।
এ কে এম শহীদুল হক বলেন, স্বচ্ছতার সঙ্গেই জঙ্গিবাদ দমন করা হচ্ছে। জঙ্গিবাদ দমনে স্বচ্ছতার প্রসঙ্গে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই।
তিনি আরো বলেন, অভিযান পরিচালনার সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আত্মসমর্পণের জন্য জঙ্গিদের সুযোগ দেওয়া হয়ে থাকে। এমনকি আত্মীয়-স্বজনদের মাধ্যমেও জঙ্গিদের আত্মসমর্পণের প্রস্তাব দেওয়া হয়। কিন্তু আত্মসমর্পণ না করে জঙ্গিরা পুলিশের ওপর আত্মঘাতী আক্রমণ করে। আর তখন পুলিশও বাধ্য হয়েই আত্মরক্ষার্থে আক্রমণ করে।
এ সময় আইজিপির সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
পরে বিকেল সাড়ে ৫টার দিকে আইজিপি এ কে এম শহীদুল হক পুলিশ লাইন্সে নবনির্মিত নারী পুলিশ ব্যারাক ও মুক্তিযোদ্ধা ফোয়ারা উদ্বোধন করেন।


