
আল-আমিন, নীলফামারীঃ নীলফামারী জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের আট দলের টানা পাঁচ দিনের খেলার ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে নীলফামারী পৌরসভা। টুর্নামেন্টে অঙ্কুর সিড এন্ড হিমাগার লিঃ, ব্লিং লেদার লিঃ ও সেলিম ফাউন্ডেশনের সহযোগিতায় নীলফামারী বড় মাঠে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট -২০২৫ এর সমাপনী খেলায় সৈয়দপুর উপজেলাকে ১-০ গোলে হারিয়ে নীলফামারী পৌরসভা চ্যাম্পিয়ন হন। টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার (এনডিসি) মো, শহিদুল ইসলাম, টুর্নামেন্টের আহবায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)জ্যোতি বিকাশ চন্দ্র, পৌর প্রশাসক সাইদুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি আ খ ম আলমগীর সরকার, সাবেক ফুটবলার ও জজকোর্ট এর বিজ্ঞ জিপি মোহাম্মদ আবু সোয়েম,জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স প্রমুখ। এই টুর্নামেন্ট বিষয়ে জানতে চাইলে বিজ্ঞ জিপি মোহাম্মদ আবু সোয়েম বলেন, দীর্ঘদিন পর এই মাঠে টুর্নামেন্টের আয়োজন করার জন্য জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান কে ধন্যবাদ জানাচ্ছি, এই মাঠের খেলোয়াড় জাতীয় দলে খেলেছেন, তাই আমরা চাই সুন্দর পরিবেশ সৃষ্টি করতে, তার জন্য মাঠের সৌন্দর্য বৃদ্ধির জন্য নানান ফুলের গাছ লাগানো হয়েছে যা আগামী দুই বছরের মধ্যে আমরা সুফল পাবো।
খেলার অতিরিক্ত শেষ সময়ে পুলিশ এফসি ক্লাবের দিপকের গোলে নীলফামারী পৌরসভা বিজয়ী হন, দিপক এই টুর্নামেন্টের শ্রেষ্ঠ গোল দাতা। টুর্নামেন্টে নীলফামারী জেলার সকল অফিস আদালতের কমকর্তা, স্কুল কলেজের অধ্যক্ষ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।