জেল থেকে পালাতে গিয়েও সেলফি

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের আমাজন রাজ্যের মানুস শহরের কারাগার থেকে পালানোর পর সেলফি তুলে ফেসবুক পেজে পোস্ট করেছে এক বন্দি। শুধু তাই নয়, ওই ছবির নিচে মন্তব্যও জুড়ে দিয়েছে সে।

মানুস শহরের ওই কারাগারে দুই প্রতিদ্বন্দ্বী মাদক চক্রের মধ্যে লড়াই থেকে রোববার দাঙ্গা বেধে যায়। এতে নিহত হয়েছে ৫৬ জন বন্দি। দাঙ্গার সুযোগে কারাগার থেকে পালিয়েছে ৭২ জন বন্দি।

ব্রায়ান ব্রিমার নামের ওই বন্দি ডাকাতি মামলায় সাজা খাটছিল। রোববার দাঙ্গার সুযোগে সেও কারাগার থেকে পালিয়ে যায়। কারাগারে থাকা অবস্থাতেই মোবাইল ফোনের মাধ্যমে ফেসবুক ব্যবহার করতো ব্রিমার। তবে কারাগার থেকে পালানোর পর ফেসবুক পেজে আঙ্গুলে বিজয় সূচক ‘ভি’ চিহ্ন দেখানো তার সেলফিটি পোস্ট করার পর তা ভাইরাল হয়ে যায়। প্রথম ছবিটিতে ব্রিমারের সঙ্গে আরো কয়েকজন পলাতক বন্দি ছিল। এর নিচে তিনি লিখেছেন, ‘ কারাগার থেকে পালানো পথে।’ আরেকটি ছবিতে জঙ্গলের ভেতর অন্য বন্দিদের সঙ্গে তাকে ফল খেতে দেখা গেছে।

অনেক ফেসবুক ব্যবহারকারী এ ঘটনার পর জেল পালানোর ঘটনা অবলম্বনে নির্মিত নাটক ও সিনেমার পোস্টারের ছবিতে ব্রিমারের গলাকাটা ছবি জুড়ে দিয়েছে। এগুলোতে জেলা পালানো নায়ক হিসেবে উপস্থাপন করা হয়েছে তাকে।

পুলিশ অবশ্য জানিয়েছে, সোমবার ৪০ পলাতক বন্দিকে আটক করা গেছে। এদের মধ্যে ব্রিমারও রয়েছে।