জৈন্তাপুর থানায় ১০০ বস্তা অবৈধ ভারতীয় চিনি ও কাভার্ডভ্যান গাড়িসহ গ্রেফতার ২

আদনান চৌধুরী : সিলেট :– (১৮ জুন) রবিবার সকালে সিলেট জেলার জৈন্তাপুর মডেল থানার  এসআই মো হাফিজুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে ফোর্সসহ  অভিযান পরিচালনা করে অত্র থানাধীন ১  নং নিজপাট  ইউনিয়ন এর অন্তর্গত  পূর্ব লক্ষীপ্রসাদ (ফেরিঘাট) এলাকার  সিলেট তামাবিল – মহাসড়ক  এর পার্শ্ববর্তী  ফয়েজ আহমেদ এর রেস্টুরেন্ট  নামক দোকান এর সামনে থেকে১০০ বস্তা অবৈধ ভারতীয়  চিনি এবং  পরিবহন কাজে ব্যাবহৃত ১টি কাভার্ড ভ্যান গাড়িসহ ২ জন আসামিকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো :- বরিশাল জেলার বাবুগঞ্জ থানার কেদার পুর গ্রামের মৃত ফয়জুল হাওলাদারের ছেলে ফারুক হোসেন (৩২), অপর আসামি ময়মনসিংহ জেলার নান্দাইল থানার বীরঘোষ পাড়া গ্রামের সাহাব উদ্দিনের ছেলে মো: রুবেল মিয়া (২৫)

পুলিশ জানায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।