জ্বালানি খাতে বিনিয়োগ করতে আগ্রহী সংযুক্ত আরব আমিরাত

জ্যেষ্ঠ প্রতিবেদক : বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগ করতে আগ্রহী সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কও বাড়াতে চায় দেশটি।

বুধবার সচিবালয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ড. সাইদ বিন হাজার আলসিহি এসব কথা বলেন।

এ সময় আমিরাত ন্যাশনাল ওয়েল কোম্পানির (ইএনওসি) প্রধান নির্বাহী কর্মকর্তা সাইফ আল ফয়সাল ও কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক তায়্যেব আল মোল্লা উপস্থিত ছিলেন।

সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ আমাদের ঘনিষ্ঠ বন্ধু। ভ্রাতৃপ্রতিম এই দেশের সঙ্গে আমিরাত ব্যবসায়িক সম্পর্ক বাড়াতে চায়। জ্বালানি খাতে বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।

এ সময় বিদ্যুৎ প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ও মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বৈদেশিক বিনিয়োগের আহ্বান জানান।

আমিরাত ন্যাশনাল ওয়েল কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা সাইফ আল ফায়সাল বলেন, আমাদের কোম্পানি অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশে এলএনজি ও জেট ফিউয়েল সরবরাহ, রিফাইনারি স্থাপন, এফএসআরইউ ও স্থলভিত্তিক টার্মিনাল নির্মাণ করতে আগ্রহী।

প্রতিমন্ত্রী আরব আমিরাতকে বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু উল্লেখ করে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করায় রাষ্ট্রদূত ও আমিরাতের ন্যাশনাল ওয়েল কোম্পানির প্রধান নির্বাহীকে ধন্যবাদ জানান।