
ক্রীড়া প্রতিবেদক : ওয়ানডেতে দুইশ উইকেট ছাড়িয়েছেন আগেই। এবার পাঁচ হাজার রানও করে ফেললেন সাকিব আল হাসান। তাতেই ইতিহাসে নাম লেখালেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে দ্রুততম পাঁচ হাজার রান ও দুইশ উইকেটের ‘ডাবল’ ছুঁয়েছেন সাকিব। তিনি ভেঙেছেন প্রাক্তন দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার জ্যাক ক্যালিসের রেকর্ড। ক্যালিস এই ‘ডাবল’ ছুঁয়েছিলেন ২২১ ম্যাচে। সাকিবের লাগল মাত্র ১৭৮ ম্যাচ!
পাঁচ হাজার রানের মাইলফলক ছুঁতে কিম্বার্লিতে রোববার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে সাকিবের প্রয়োজন ছিল ১৭ রান। ২০তম ওভারে দক্ষিণ আফ্রিকান পেসার ডুয়ান প্রিটোরিয়াসের বল থার্ডম্যানে পাঠিয়ে সিঙ্গেল নিয়ে মাইলফলক স্পর্শ করেন বাঁহাতি ব্যাটসম্যান।
বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে পাঁচ হাজার রান করলেন সাকিব। প্রথমজন তামিম ইকবাল। সাকিব পঞ্চম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে পাঁচ হাজার রান ও দুইশ উইকেটের ‘ডাবল’ ছুঁলেন। সাকিব-ক্যালিস ছাড়া বাকি তিনজন হলেন শ্রীলঙ্কার সনাৎ জয়াসুরিয়া, পাকিস্তানের শহীদ আফ্রিদি ও আব্দুল রাজ্জাক।
ওয়ানডেতে দ্রুততম ৫০০০ রান ও ২০০ উইকেটের ‘ডাবল’:
ওয়ানডেতে
দ্রুততম ৫০০০ রান ও ২০০ উইকেটের ‘ডাবল’:
খেলোয়াড় | ম্যাচ | রান | উইকেট |
সাকিব আল হাসান | ১৭৮ | ৫০০০ | ২২৪ |
জ্যাক ক্যালিস | ২২১ | ৭৭০৩ | ২০০ |
সনাৎ জয়াসুরিয়া | ২৩৫ | ৬৬০১ | ২০০ |
শহীদ আফ্রিদি | ২৩৯ | ৫০৭১ | ২০১ |
আব্দুল রাজ্জাক | ২৫৮ | ৫০৪০ | ২৬৩ |