জয়পুরহাট সরকারি কলেজে প্রণিবিদ্যা বিভাগের নবীন বরণ অনুষ্ঠিত

মোঃ সামিউল আলম, দিনাজপুর প্রতিনিধি (জয়পুরহাট সরকারি কলেজ থেকে):
জয়পুরহাট সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের অনার্স প্রথম বর্ষ ছাত্র/ছাত্রীদের নবীন বরণ-২০১৬ অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগষ্ট মঙ্গলবার সকাল ১০ টায় প্রাণিবিদ্যা বিভাগের হলরুমে অনার্স প্রথম বষের্র পুরাতন ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে এবং বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মোফাখ্খারুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ প্রফেসর আহমদ হোসেন ও প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ রিয়াজুল ইসলাম।sam_3189
শুরুতেই কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা ঘটিয়ে নবাগত ছাত্র/ছাত্রীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাদের বরণ করা হয়। এরপর একে একে পুরাতন ব্যাচের শিক্ষার্থীদের মধ্য হতে বক্তব্য প্রদান করেন- ১ম বর্ষ পুরাতন ব্যাচের শিক্ষার্থী মোঃ সামিউল আলম (সংবাদদাতা), মোকলেছুর রহমান, তাসকিমা জান্নাত, ৩য় বর্ষের রাশেদ খান মিলন ও ৪র্থ বর্ষের নুরনবী সরকার, ছাব্বির আলম। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন- কলেজের ছাত্র সংসদ সদস্য মোঃ শাকিল হোসেন, সাব্বির হোসেন, নাহিদ আনজুম হৃদয়, তরিকুল ইসলাম সিহাব প্রমূখ।sam_3193
অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে প্রাণিবিদ্যার নানান বিষয়ে শিক্ষানুমূলক ও দিক নির্দেশনামূলক ভিডিও ছবি উপস্থাপন করা হয়। পরিশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নবীন বরণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। একইভাবে বাংলা, ইংরেজি, গনিত, ব্যবস্থাপনা, দর্শন, ইসলামের ইতিহাসসহ প্রায় প্রতিটি বিভাগেই নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।