
জয়া আহসান, মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেন ২০০৪ সালে। নাচ ও গানের প্রতি আগে থেকে ঝোঁক থাকলেও অভিনয়ের কথা চিন্তা করে নি কখনোই। হঠাৎ-ই অভিনয়ে পথ চলা শুরু তার। মোস্তফা সরোয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ সিনেমা দিয়ে তিনি অভিনয় জীবন শুরু করেন। এরপর তাকে নিয়মিতই দেখা যেতে লাগলো অভিনয়ে। নাটক ও সিনেমা; দুই-ই সমানতালে সামলেছেন।
মুক্তির অপেক্ষায় রয়েছে জয়া আহসানের নতুন সিনেমা ‘অলাতচক্র’ তারই প্রেক্ষীতে দেওয়া এক সাক্ষাতকারে তাকে প্রশ্ন করা হয় কীভাবে তিনি অভিনেত্রী হয়ে উঠেছেন? অভিনয়কে তিনি আবিষ্কার করে পেয়েছেন, না কি অভিনয় তাকে?
জবাবে জয়া বলেন, ‘আমি অভিনয়কে আবিষ্কার করিনি। অভিনয় আমাকে আবিষ্কার করেছে। একদিনের জন্যও অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখিনি। অভিনয়ে আসা নিছকই কাকতালীয়। অনেকটা ‘সত্যজিৎ রায়ের গুপি যেমন গাইতে গাইতে গায়েন, আমিও আচমকাই অভিনেত্রী। আমি যখন অভিনয় করে আনন্দ পেতে শুরু করলাম, তখনই বুঝতে পারলাম আমার মুক্তির পথ, জীবনের সব কিছুই অভিনয়।’
বর্তমানে দুই বাংলায় ব্যাপক জনপ্রিয় জয়া আহসান। দুই বাংলার দর্শকের কাছেই তার ছবি মানে বাড়তি আগ্রহ ও চমক।
‘অলাতচক্র’ সিনেমাটির তরুণ পরিচালক হাবীবুর রহমান হাবীব। তিনি জানিয়েছেন, আসছে শুক্রবার (১৯ মার্চ) ‘অলাতচক্র’ দেশের অন্তত ১৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।