নিজস্ব প্রতিবেদক : আসন্ন জেলা পরিষদ নির্বাচনে একক প্রার্থী হওয়ায় চেয়ারম্যান পদে ১২ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে যাচ্ছেন।
শুক্রবার নির্বাচন কমিশন সচিবালয়ের (পরিচালক জনসংযোগ) এস এম আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
আসাদুজ্জামান জানান, মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পর বৈধ হলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই ১২ জন প্রার্থী জয়ী হবেন।
তিনি বলেন, গতকাল ছিল জেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মাঠ পর্যায় থেকে ইসিতে যে তথ্য এসেছে তাতে চেয়ারম্যান পদে ১৯০, সংরক্ষিত নারী আসনে পদে ৮৯৫ ও সাধারণ সদস্য পদে ৩ হাজার ৫৬১ জন প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কাছে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
২০ নভেম্বর তফসিল ঘোষণা অনুযায়ী, ১ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল। যাচাই-বাছাই ৩ ও ৪ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১১ ডিসেম্বর এবং ভোট হবে ২৮ ডিসেম্বর।