জয়ের প্রেমিকা অপু

প্রথমবারের মতো জুটি বেঁধে ‘প্রেম-প্রীতির বন্ধন’ সিনেমায় অভিনয় করছেন চিত্রনায়ক জয় চৌধুরী ও ঢালিউড কুইন অপু বিশ্বাস। সিনেমাটি পরিচালনা করছেন সোলায়মান আলী লেবু।

সোমবার (১৭ মে) বিএফডিসিতে সিনেমাটির শুটিং শুরু হয়। প্রথমদিন এতে অংশ নিয়েছেন মিশা সওদাগর, চিত্রনায়িকা অপু বিশ্বাস ও জয় চৌধুরী। সিনেমাটিতে রোমান্টিক ও একশন চরিত্রে দেখা যাবে চিত্রনায়ক জয় চৌধুরীকে।

সিনেমাটি প্রসঙ্গে জয় বলেন, এই সিনেমায় আমি একজন সহজ সরল ও প্রতিবাদী চরিত্রে অভিনয় করছি। সিনেমায় আমার প্রেমিকা অপু। চমৎকার গল্পের একটি চ্যালেঞ্জিং চরিত্র দিয়ে সিনেমার যাত্রাটা করতে পারছি। এটাই আনন্দের। এই সিনেমার গল্প এই সময়কার প্রেক্ষাপট অনুযায়ী। সময়ের সঙ্গে মিল রেখে সিনেমাটির গল্প গড়ে উঠেছে। মূলত সিনেমাটি শুরু থেকে শেষ পর্যন্ত দর্শককে আটকে রাখবে।

জয় চৌধুরী আরও বলেন, ‘প্রেম প্রীতির বন্ধন’ সোশাল রোমান্টিক ছবি। এফডিসির পরে কুষ্টিয়াতে শেষ লটের শুটিং হবে। আমার বিশ্বাস, ছবিটা যেন ভালোবাসে দর্শকদের কাছে পৌঁছায় সেই চেষ্টায় কোনো কমতি থাকবে না।