এস, এম, মনির হোসেন জীবন : ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনে ৫৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর (স্বতন্ত্র) প্রার্থী আলহাজ মোঃ কফিল উদ্দিন (মেম্বর) বলেছেন, আগামী ১লা ফেব্রæয়ারি ঢাকা উত্তর সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। আসন্ন কাউন্সিলর নির্বাচনে আমার পক্ষে নির্বাচনী ফলাফল যা হবে আমি তা মাথা পেতে মেনে নেব ।
কাউন্সিলর প্রার্থী মোঃ কফিল উদ্দিন বলেন, আমি আশা করছি, দেশবাসির সকলের সার্বিক সহযোগিতায় এবার সুষ্ঠ, অবাধ, নিরপেক্ষ ও একটি গ্রহনযোগ্য নির্বাচন দেশে অনুষ্ঠিত হবে। কিন্ত নির্বাচনে আমার ৫৩ নম্বর ওয়ার্ডে কোন রকম ভোট কারচুপি হলে জনগণ তা কোন ভাবেই মেনে নেবে না।
আজ রোববার (২৬ জানুয়ারী) বিকেলে ডিএনসিসি ৫৩ নম্বর ওয়ার্ড নলভোগ এলাকায় তার পক্ষে বিশাল নির্বাচনী গনসংযোগ ও প্রচারণাকালে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন ।
প্রতি পক্ষের কাউন্সিলর প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন হাজী মোঃ কফিল উদ্দিন (মেম্বর) বলেন, নির্বাচনের আর মাত্র বাকী ৫ (পাঁচ) দিন। নির্বাচনে কোন প্রার্থীর নিজ ক্ষমতা বা পরিবারের প্রভাব পড়বে না । ডিএনসিসি ৫৩ নম্বর ওয়ার্ড কারো পারিবারিক সম্পত্তি নয় বলে তিনি দাবী করেন। এসময় তিনি ক্ষমতার প্রভাব বিস্তার না করার জন্য প্রার্থীদের প্রতি অনুরোধ করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাজী মোঃ কফিল উদ্দিন মেম্বর বলেন, নির্বাচনে কোন প্রকার ইনফ্লুয়েন্স করবেন না । আইনশৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন পরিচালনার দায়িত্বে যারা থাকবেন তারা নিরপেক্ষভাবে তাদের দায়িত্ব পালন করবেন।
তিনি আরও বলেন, আমি যতটুক জানি, আমার প্রতিপক্ষের প্রার্থীরা স্বচছল ব্যক্তি । তারাও আমার মত সাবেক ইউপি মেম্বর (জনপ্রতিনিধি) ছিলেন। এবার তারা আমার সাথে কাউন্সিলর পদে প্রতিদ্বন্ধিতা করছেন। ১লা ফেব্রুয়ারি নির্বাচনে ভোটে আমার ফলাফল যা হবে আমি তা সহসায় মেনে নেব ।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে কাউন্সিলর প্রার্থী আলহাজ মোঃ কফিল উদ্দিন বলেন, আমার ভোটার ও সমর্থকদেরকে প্রতি পক্ষের লোকেরা নানা ভাবে হুমকি – ভয়ভীতি এবং বিভিন্ন রকম বাধার সৃষ্টি করছেন ।
তিনি অভিযোগ করে বলেন, আমার ৫৩ নম্বর ওয়ার্ডের অনেক জায়গায় আমার ঝুড়ি প্রতীকের পোস্টার ছিড়ে ফেলা হচেছ । আমার কর্মী, ভোটার ও সমর্থকরা অনেকে ভয়ে ও আতংকে রয়েছে ।
স্বাধীন দেশের নাগরিক হিসেবে সবার সমান অধিকার উল্লেখ্য করে কাউন্সিলর প্রার্থী মোঃ কফিল উদ্দিন বলেন, আমি কারো কথার কোন পরোয়া করি না। পিছু লোকের কথায় আমার কিছু যায় আসে না । এখানে কারো একার কথায় কোন জমিদারি ভাব চলবে না। জনগন হল সকল ক্ষমতার উৎস।
নির্বাচনে বিজয়ী হবেন কিনা ? এমন প্রশ্নের জবাবে হাজী মোঃ কফিল উদ্দিন (মেম্বর) বলেন, এই স্বাধীন দেশের মালিক হচেছ আপামর জনগণ। আমি নির্বাচনে প্রার্থী হয়েছি। নির্বাচনে জয়-পরাজয় আছে-এবং থাকবে। তবে, শেষ পর্যন্ত আমি মাঠে থাকবো এবং শেষটা দেখে নেবো।
নির্বাচনী মাঠে জনগনের কেমন সাড়া পেয়েছেন? সাধারণ জনগন ও ভোটাররা ভোটের দিন ভোট দিতে যাবে কি না জানতে চাইলে হাজী মোঃ কফিল উদ্দিন মেম্বর বলেন, ভোটারদের কাছ থেকে আমি আশানুরূপ সাড়া পাচিছ ।
তিনি বলেন, আমার নির্বাচনী ঝুড়ি প্রতীকের পক্ষে প্রচারনাকালে গণজোয়ার সৃষ্টি হয়েছে। ভোটাররা নির্বাচনের দিন কেন্দ্রে গিয়ে সঠিক জায়গায় তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারলে আশাকরি ঝুড়ি মার্কার বিজয় সুনিশ্চিত, ইনশাআল্লাহ।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোট কেন্দ্র পাহারা বলতে কোন কিছু নেই। নির্বাচনকে কেন্দ্র করে একটা নির্বাচন পরিচালনা কমিটি করা হয়, আমরাও সেটা করব । নির্বাচনের সময় দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সততা ও নিষ্ঠার সাথে তাদের নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য পালন করবেন এবং আমি আশাবাদী। কেননা, জনগনের কাছে তাদের দায়বদ্ধতা রয়েছে। সকলের সহযোগিতায় সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও গ্রহনযোগ্য একটা নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমি আমি আশাবাদী।
এদিকে, আজ রোববার (২৬ জানুয়ারি) বিকেলে ডিএনসিসি ৫৩ নম্বর ওয়ার্ড নলভোগ এলাকা থেকে কাউন্সিলর প্রার্থী আলহাজ মোঃ কফিল উদ্দিন ঝুড়ি মার্কার পক্ষে বিশাল এক নির্বাচনী মিছিল শহরে বের করেন। মিছিলটি তুরাগের নলভোগ থেকে শুরু হয়ে চন্ডালভোগ, ডিয়াবাড়ি, তারারটেক, নয়ানগর সহ ৫৩ নম্বর ওয়ার্ডের গুরুত্বপূর্ন এলাকা প্রদক্ষিণ করে। এসময় ৫৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হাজী মোঃ কফিল উদ্দিন (সাবেক মেম্বার) ব্যাপক গনসংযোগ চালান এবং ভোটারদের কাছে ঝুড়ি মার্কায় ভোট চান। মিছিলে কয়েক হাজার নারী পুরুষ,ভোটার, কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।


