
ক্রীড়া ডেস্ক : কোপা ইতালিয়ার সেমিফাইনালের প্রথম লেগে পিছিয়ে পড়েও দারুণ এক জয় পেয়েছে জুভেন্টাস। আর্জেন্টাইন স্ট্রাইকার পাওলো দিবালার জোড়া গোল ও গঞ্জালো হিগুয়াইনের একটি গোলে নাপোলিকে ৩-১ ব্যবধানে হারিয়েছে ‘তুরিনের ওল্ড লেডি’ নামে পরিচিত দলটি।
মঙ্গলবার রাতে জুভেন্টাস স্টেডিয়ামে ম্যাচের ৩৬ মিনিটে হোসে মারিয়া বুয়েনো গোল করে এগিয়ে দেন নাপোলিকে। প্রথমার্ধে এক গোলের লিড নিয়েই বিরতিতে গিয়েছিল অতিথিরা। কিন্তু তারা দ্বিতীয়ার্ধে হজম করে বসে তিন গোল।
দ্বিতীয়ার্ধে ম্যাচের ৪৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে জুভেন্টাসকে সমতায় ফেরান দিবালা। এরপর ৬৪ মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন আরেক আর্জেন্টাইন স্ট্রাইকার হিগুয়াইন। চার মিনিট পর আবার পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন দিবালা।
দুই আর্জেন্টাইনের তিন গোলেই শেষ পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে জুভেন্টাসের টানা দশম জয় নিশ্চিত হয়। আগামী ৫ এপ্রিল নাপোলির মাঠে হবে সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচ।