
বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার অভিনেতা নন্দামুরু তারকা রামা রাও জুনিয়র (জুনিয়র এনটিআর)। রামা রাও অভিনীত ‘জয় লাভা কুসা’ সিনেমাটি গত ২১ সেপ্টেম্বর ৪ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। মুক্তির পর সমালোচকদের যেমন প্রশংসা কুড়িয়েছে তেমনি বক্স অফিসেও সফল সিনেমাটি।
সিনেমাটি মুক্তির প্রথম দিন ৩২.১ কোটি রুপি আয় করেছে। আর মুক্তির ছয় দিনের মধ্যে ১০০ কোটি রুপি আয় করেছে। ‘বাহুবলি টু’ সিনেমার পর ‘জয় লাভা কুসা’ তামিল ভাষার প্রথম সিনেমা যা ছয় দিনে ১০০ কোটির ক্লাবে পৌঁছাল। এর আগে রামা রাও অভিনীত ‘জনতা গ্যারেজ’ সিনেমাটি ১৪০ কোটি রুপি আয় করেছিল।
বক্স অফিস বিশেষজ্ঞ রমেশ বালা আজ বুধবার ভোরে এক টুইট বার্তায় সিনেমাটির আয় নিয়ে লিখেন, এপি/টিএস-৭১ কোটি, কেএস- ১২ কোটি, টিএন- ২.৫০ কোটি, আরওআই- ২.৭৫ কোটি, ইউএসএ- ৯.৫ কোটি, আরওডাব্লিউ- ৫.২৫ কোটি। ৬ দিনে ‘জয় লাভা কুসা’ সিনেমাটি মোট ১০৩ কোটি রুপি আয় করেছে।
সিনেমায় জয়, লাভা ও কুসা নামে তিনটি চরিত্রে অভিনয় করেছেন রামা রাও। তেলেগু ভাষার ‘জয় লাভা কুসা’ সিনেমাটি পরিচালনা করছেন কে. এস. রবীন্দ্র।