সচিবালয় প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য কেরানীগঞ্জ কেন্দ্রিক একটি সমন্বিত পরিকল্পনা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার সকালে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বৈঠকে উপস্থিত সূত্র এ তথ্য জানায়।
সূত্র আরো জানায়, বৈঠকে প্রধানমন্ত্রী জগন্নাথ বিশ্ববিদ্যলয়ের সমস্যা নিয়ে শিক্ষামন্ত্রীকে জিজ্ঞেস করেন, ‘কি করলেন?’ জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘কেরানীগঞ্জে ছাত্রাবাস নির্মাণসহ একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। জগন্নাথে মেয়েদের হল বাড়ানো হচ্ছে।’
শুনে প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্ববিদ্যালয় এখানে, ছাত্রাবাস কেরানীগঞ্জে?’ তিনি শিক্ষামন্ত্রীকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে কেরানীগঞ্জে একটি সমন্বিত পরিকল্পনা হাতে নেওয়ার নির্দেশনা দেন।
বৈঠকে ঈদের ছুটি নিয়ে এবং ইটভাটা নিয়ন্ত্রন আইনের সংশোধনী নিয়ে আলোচনা হয়েছে।