ঝড়-বৃষ্টি আধাঁর রাতে আমি থাকবো আপনাদের সাথে: সাহাদারা মান্নান

আব্দুর রাজ্জাক, সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া-১ (সারিয়াকান্দী-সোনাতলা) আসনের নৌকার প্রাথী এমপি সাহাদারা মান্নান বলেছেন, ‘ঝড়-বৃষ্টি আধাঁর রাতে আমি থাকবো আপনাদের সাথে। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি আপনাদের সাথে থেকে সমস্ত বিপদ-আপদে সাড়া দিবো। টেকনাফ থেকে তেুলিয়া, রুপসা থেকে পাথুরিয়া নৌকা চলছে পাল তুলিয়া। নৌকার পালে হাওয়া লেগেছে। এই নৌকা আবারও বিজয় হবে নিশ্চিত’।

৪ জানুয়ারী বগুড়ার সোনাতলায় পৌর এলাকার কলেজ মোড়ে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আগামী ৭ জানুয়ারী আপনার স্বতস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে গিয়ে আপনাদের মূল্যবান ভোট দিয়ে সোনাতলা-সারিয়াকান্দীতে উন্নয়নের ধারা অব্যহত রাখতে নৌকা মার্কায় ভোট দিবেন।  মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া নৌকা মার্কা নিয়ে আবারও যেন তার সামনে যেতে পারি’।

উপজেলা শ্রমিকলীগের সভাপতি ইনসার আলীর সঞ্চলানায় এবং সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌরসভার সাবেক কাউন্সিলর তাহেরুল ইসলাম তাহেরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান।

অন্যাদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবু মোহম্মাদ জিয়াউল করিম শ্যাম্পু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহিদুল বারী খান রব্বানী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, সাবেক প্রচার সম্পাদক আবু বক্কর সিদ্দিক খান রবিউল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিষ্টারসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।