
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শনির আখড়ার ঝর্ণা আকতারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। অন্য কোথাও হত্যা করে লাশ শনির আখড়া ব্রিজের কাছে ফেলে যায় খুনিরা। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তারের পর পুলিশ এ তথ্য নিশ্চিত হয়েছে।
গত ২৯ এপ্রিল শনির আখড়া ব্রিজের পশ্চিম ঢাল থেকে অজ্ঞাত হিসেবে ঝর্ণার লাশ উদ্ধার করে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান বলেন, ‘বুধবার বিকেলে মুন্সীগঞ্জ সদর থেকে জেসমিন আক্তার ওরফে রানু ও মো. মিলনকে গ্রেপ্তার করা হয়। পরে তারা খুনের কথা স্বীকার করে। আর্থিক লেনদেনের জের ধরে কথা কাটাকাটির একপর্যায়ে আসামিরা ঝর্ণা আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করে।’
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নিহতের বাসা শনির আখড়ায়। ২৭ এপ্রিল রাত বা পরের দিন সকালের মধ্যে ঝর্ণাকে শ্বাসরোধ করে হত্যা করে গ্রেপ্তারকৃতরা। পরে মৃতদেহ গুম করার জন্য বিছানার চাদর দিয়ে মুড়িয়ে শনির আখড়া ব্রিজের পশ্চিম ঢালে ফেলে যায়। নিহতের মোবাইল থেকে আসামিদের সংশ্লিষ্টতা নিশ্চিত হওয়া যায়। এ ঘটনায় নিহতের ভাই নাসিরউদ্দিন বাদী হয়ে মামলা করেছেন।