ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে ডাকাতি ও ধর্ষণের দায়ে দুই যুববকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন অতিরিক্ত দায়রা জজ আদালত।
বুধবার দুপুরে আসামিদের উপস্থিতিতে বিচারক মোহাম্মদ বজলুর রহমান রায় ঘোষণা করেন। আসামিদের কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
দণ্ডিতরা হলেন- ঝালকাঠির নলছিটি উপজেলার দক্ষিণ মালিপুর গ্রামের আশ্রফ আলীর ছেলে মো. রুবেল ওরফে খাটো রুবেল এবং একই উপজেলার সূর্যপাশা গ্রামের হাবিবুর রহমান হাওলাদারের ছেলে রায়হান হাওলাদার।
ঝালকাঠি আদালতের সরকার পক্ষের আইনজীবী আব্দুল মান্নান রসুল বলেন, ২০১৪ সালের ৪ সেপ্টেম্বর আসামিরা নলছিটি উপজেলার সূর্যপাশা গ্রামের একটি বাড়িতে ডাকাতি করে। এ সময় ডাকাতরা ওই বাড়ির একটি মেয়েকে ধর্ষণ করে।
এ ঘটনার দুই দিন পর বাড়ির মালিক ডাকাতি ও ধর্ষণের অভিযোগে আটজনকে অভিযুক্ত করে নলছিটি থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে একই বছরের ২৮ ডিসেম্বর পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। মামলায় সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আট আসামির মধ্যে ছয়জনকে আদালত খালাস দেন।


