ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু হয়েছে।
বৃহস্পতিবার ফজরের নামাজের পর জেলা ক্রীড়া সংস্থার পুরাতন মাঠে আম বয়ানের মাধ্যমে ইজতেমা শুরু হয়।
ইজতেমাকে কেন্দ্র করে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা দিয়ে সার্বক্ষণিক ইজতেমা মাঠ ও এর আশপাশের এলাকা নজরদারি করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আগামী শনিবার দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমা।
টঙ্গীর তুরাগতীরে ইজতেমায় জায়গা সংকুলান না হওয়ায় ঝালকাঠিসহ দেশের ৩২ জেলায় পর্যায়ক্রমে এই ইজতেমার আয়োজন করা হচ্ছে।