ঝালকাঠিতে নানা কর্মসূচিতে জাতীয় যুবদিবস পালিত

ঝালকাঠী,প্রতিনিধ,মো.মোছাদ্দেক বিল্লাহ্
‘আত্মকর্মী যুবশক্তি, টেকসই উন্নয়নের মূলভিত্তি’ প্রতিপাদ্যে ঝালকাঠিতে বিভিন্ন কর্মসূচিতে পালিত হয়েছে জাতীয় যুব দিবস। আজ মঙ্গলবার সকালে দিবসটি উপলক্ষে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরী। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও যুবদিবসের অনুষ্ঠানমালা। ঝালকাঠি যুব উন্নয়ন অধিদফতরের উপ-পরিচালক মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্যোক্তা যুবকদের ঋণের চেক বিতরণ ও জাতীয় যুব পুরস্কার প্রাপ্তদের সম্মাননা প্রদান করা হয়।
এছাড়া বিকেলে নারী ও পুরুষ গ্রুপে ভাগ করে যুবকদের মধ্যে খেলাধুলা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। র্যালী ও অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।